প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২২, ২:০১ পি.এম
রাজশাহীর গোদাগাড়ীর হরিশংকরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

# বিশেষ প্রতিনিধি......................................................
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ০৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের হরিশংকর পুরে র্যাব-৫, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন । সোমবার (২০জুন ২০২২) দিবাগত রাত সাড়ে দশটার দিকে গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামের হরির ঘাটস্থ মুদি দোকানের পশ্চিম দিক সংলগ্ন আম বাগানের ভিতর অপারেশন পরিচালনা করে ৯৮ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল ফোন, ০১টি সীমকার্ড উদ্ধার করেন এবং আসামী গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া (ফুলতলা) এলাকার মৃত আঃ খালেকের ছেলে ইলিয়াস (৪০), কে গ্রেফতার করা হয়।
র্যাবের সূত্রটি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামের হরির ঘাটস্থ মুদি দোকানের পশ্চিম দিক সংলগ্ন আম বাগানের ভিতরে ১ ব্যক্তি ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ অবস্থান করছে। র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল আম বাগানের ভিতর পৌছানো মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি তাহার ডান হাতে থাকা প্লাস্টিকের নেট (জালি) বস্তাসহ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই বস্তাসহ হাতে-নাতে আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় অপঃ ১৯৭৪ এর ২৫-ই(১)(ন) ধারার মামলা রুজুর করা হয়েছে বলে জানা যায়।#
সান/০৩
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর