# বিশেষ প্রতিনিধি....................................................
রাজশাহীর গোদাগাড়ীতে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী কর্তৃক ০১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শনিবার (১৮ জুন ২০২২) আনুমানিক দুপুর ১২.১৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাকনহাট বাজারস্থ গরুর হাট সংলগ্ন পুকুরের পশ্চিম পার্শ্বের আম গাছের নিচে অপারেশন পরিচালনা করে ৯৬০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল ফোন, ১ টি সীমকার্ড ও নগদ ১হাজার ৬শ’ ৪০ টাকা উদ্ধার করেন।
আসামীরা হলেন গোদাগাড়ী উপজেলার কাঁকন হাঁট পৌর এলাকার মৃত আহাদ আলীর ছেলে মোঃ আবু বক্কার (৫৩), মোহনপুর থানার চান্দুপাড়া এলাকার মৃত সোলাইমান মোল্লার ছেলে মোঃ রনি (২৭)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাকনহাট বাজারস্থ গরুর হাট সংলগ্ন পুকুরের পশ্চিম পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থান করছিলেন।
উক্ত সংবাদ উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে সংগীয় অফিসার ও ফোর্সসহ কাকনহাট বাজারস্থ গরুর হাট সংলগ্ন পুকুরের পশ্চিম পার্শ্বে আম গাছের নিচে পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের মধ্যে ০১ জন ব্যক্তির ডান হাতে থাকা পলিথিনের ব্যাগে গাঁজাসহ ও অপর ১ জনকে ঘটনাস্থলেই আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণী ১৯ (ক ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।#
আরজা/০৭
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর