# সাগর নোমানী, রাজশাহী..........................................................
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার বেলা ১২ টার দিকে নগর ভবনের অ্যানেক্স হলরুমে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে এই সভা হয়।
সভায় সাংবাদিকরা, রাজশাহী মহানগরীর দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে কৃতজ্ঞা প্রকাশ করেন। এছাড়াও কর্মসংস্থানের জন্য পদক্ষেপ গ্রহনের পাশাপাশি র্বিভিন্ন সমস্যা তুলে ধরে পুনরায় রাজশাহীর নগর পিতা হিসেবে নির্বাচিত হলে উন্নয়ন অব্যহত রাখাসহ ব্যবসা বাণিজ্যের সম্প্রসার ও বিশ্বমানের পর্যনটন নগরী হিসেবে গড়ে তোলার মাতামত ব্যক্ত করেন।
পরে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার বক্তব্যে, রাজশাহী সিটি কর্পোরেশন উন্নয়নের বিভিন্ন দিকতুলে ধরে বলেন, আমি নগর পিতা নির্বাচিত হয়ে নান্দনিক শহর গড়ে তোলার চেষ্টা করেছি। যা আজ দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে। আগামী দিনে রাজশাহীতে কর্মসংস্থান গড়ে তোলার জন্য জোর দিচ্ছি। আশা করা যায় সকলের সহযোগিতায় তা বাস্তবায়ন হবে। এছাড়াও মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধান ও বিভিন্ন দাবি দেওয়া পূরনের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কিমিটির সদস্য বেগম আকতার জাহান, মহানরগ আওয়ামী লীগের সহ-সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনারদেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর