মমিনুল ইসলাম, মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকা থেকে ৪৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি মো. ইব্রাহিম হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
র্যাব জানায়, ১৭ নভেম্বর ২০২৫ খ্রি. দুপুর ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সদর কোম্পানির একটি বিশেষ দল সাহেব বাজার বড় মসজিদের পাশের ‘জলদি খাও ছিপ বড়শি’ দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪৩০ পিস এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন তাঁর কাছ থেকে জব্দ করা হয়। গ্রেফতার ইব্রাহিম হোসেন রাজশাহী মহানগরের শ্রীরামপুর এলাকার মৃত নওশাদ আলী ও মৃত কোহিনুর বেগমের ছেলে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্যাপেন্টাডলসহ অন্যান্য মাদক সংগ্রহ ও রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন বলে স্বীকার করেছেন। অভিযানস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদেও ইব্রাহিম স্বীকার করেন যে, জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিলেন।
স্থানীয়দের বক্তব্যেও তাঁর দীর্ঘদিনের মাদক ব্যবসার তথ্য নিশ্চিত হয়। র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গিবাদ দমন, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রুপ দমন, অপহরণ, ধর্ষণ, ছিনতাই এবং মাদক নির্মূলে নিরলস কাজ করে যাচ্ছে এলিট বাহিনীটি। এই অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য এসেছে বলে র্যাব দাবি করেছে। গ্রেফতার ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর