# নাজিম হাসান............................
রাজশাহীতে ১৮ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার আটঘরিয়া উপজেলা থেকে পলাতক অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহজাহান আলী রাজশাহী নগরীর লক্ষীপুর টিবি রোডের মৃত আক্কেল আলীর ছেলে। বুধবার (২২ জুন) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
রফিকুল আলম জানান, শাহজাহান আলীর বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ৮টি সাজার গ্রেফতারি পরোয়ানাসহ মোট ১৮ মামলার গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। মামলা গুলোতে মোট ৬ বছর ৩ মাস কারাদÐ ও ১ কোটি ৩০ লাখ টাকা অর্থদÐ রায় হয়েছে। এরই প্রেক্ষিতে আসামীকে গ্রেফতারে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখে রাজপাড়া থানা পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ জানতে পারে আসামী পাবনার আটঘরিয়া উপজেলায় অবস্থান করছে।
রাজপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম পাবনার আটঘরিয়ায় অভিযান চালিয়ে শাহজাহান আলীকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।#
সান/১০
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর