স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৬ দিন কবরে থাকার পর, আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য উত্তোলন করা হলো শিশু আব্দুল্লাহর মরদেহ। আজ (সোমবার) রাজশাহীর কর্নহার থানার উত্তর লক্ষ্মীপুরস্থ গোরস্থান থেকে রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম চক্রবর্তির উপস্থিতিতে লাশটি উত্তোলন করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ইন্সপেক্টর আব্দুল আজিজ, ওসি (তদন্ত) কর্ণহার থানা, আ: মতিন, শহিদুল ইসলাম চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), মোঃ আরিফ সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড সদস্য, আশরাফুল ইসলাম ৬নং ওয়ার্ড সদস্য, মসজিদের ইমাম, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আজ দুপুরে প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি তোলার সময় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, রাজশাহী মেডিকেল কলেজে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু। আব্দুল্লাহর মা ও স্বজনরা এখন কেবল ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে আছে বলে সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ১৬ দিন পূর্বে আব্দুল্লাহর মৃত্যু হলে স্বাভাবিক মৃত্যু মনে করে তাকে দাফন করা হয়। আব্দুল্লাহর মায়ের দাবি করে বলেন, এটি একটি অস্বাভাবিক মৃত্যু । তার অভিযোগ, আব্দুল্লাহর সৎ মা তাকে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলেছেন। ছেলে আব্দুল্লাহর মৃত্যুর সঠিক কারণ জানতে এবং ন্যায়বিচারের আশায় পরে থানায় একটি হত্যা মামলা দায়ের করে মা। সে প্রেক্ষিতেই লাশ উত্তোলনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।#
#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর