নিজস্ব প্রতিবেদক.............................
রাজশাহী মহানগরীতে ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারের কলেজ পড়ুয়া মেয়ে রাজশাহীতে আল্পনা খাতুন নামের এক নববধু নিজের ও তার স্বামীর জীবনের নিরাপত্তা চেয়ে ৯৯৯ এ ফোন দিয়ে আপন বাবার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে নগরীর রাজপাড়া থানা পুলিশ তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ঐ নববধুর বাবা রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। ঘটনাটি ঘটেছে ২২ আগস্ট সোমবার সকালে নগরীর তেরোখাদিয়া এলাকায়।
আল্পনার স্বামী হলেন সাওন হোসেন। তিনি নগরীর তেরোখাদিয়া এলাকার সাহেব আলীর ছেলে।
আল্পনা খাতুনের দাবী, তার বাবা তার স্বামী সাওনকে অপহরণের মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। সাওনকে পালিয়ে গিয়ে বিয়ে করার কারণে তার নামে ওই মামলা দিয়ে তাঁকে জেলও খাটানো হয়েছে। সাওন তাকে অপহরণ করেননি । তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন সাওনকে। এই বিয়ে মেনে নিতে না পারাই, তার কাউন্সিলর বাবা স্বামি সাওনকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছেন। এমনকি জোর করে তাকে তার ইচ্ছের বিরুদ্ধে বাড়িতে আটকিয়ে রেখেছিলেন।
আল্পনা আরো জানায় তিনি কৌশলে বাবার বাড়ি থেকে সোমবার সকালে বের হয়ে তাঁর স্বামীর বাড়িতে আশ্রয় নেন। এর পরই নিজের এবং স্বামীর জীবনের নিরাপত্তা চেয়ে ৯৯৯ ফোন করে বাবা আনারের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
সাওনরে মামা লিটন মিডিয়া কর্মীদের জানান, আল্পনা এখন তার স্বামীর বাড়িতেই আছেন। কিন্তু সে জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের নিকট আইনি সহযোগিতা চেয়েছেন।
আল্পনা থানায় গিয়ে নিজের ও তার স্বামীর নিরাপত্তা চেয়ে থানা লিখিত অভিযোগ করার জন্যেও প্রস্তুত আছে। কিন্তু থানা অভিযোগ নিতে অস্বীকার করেছে।
বিষয়টি নিয়ে আল্পনার বাবা কাউন্সিলর আনার হোসেন আনারের সাথে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়া তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন মেয়ে ৯৯৯ ফোন করে তার এবং তার স্বামীর নিরাপত্তা চেয়েছে। আমরা তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর