নাজিম হাসান.............................
রাজশাহী মহানগরীতে স্কুলছাত্র সানি (১৭) হত্যা মামলার আসামি মো. আনিম (১৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে বোয়ালিয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
জানতে চাইলে রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বোয়ালিয়া জোনের উপ-কমিশনার সাজিদ হোসেনের নির্দেশে চাঞ্চল্যকর এ মামলার আসামিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার (৪ জুলাই) রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিম সানি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। তিনি মহানগরের সাধুরমোড় এলাকার আকবরের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
রাজশাহীতে শ্রমিক নেতার ছেলেকে ডেকে নিয়ে খুনের ঘটনায় সোমবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা রফিকুল ইসলাম পাখি বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন। মামলায় কিশোর গ্যাঙের সদস্য বিথি মনি, সাবা, মহিন, শাহি, সিফাত, রহিম ও সাফিসহ অজ্ঞাত নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে রোববার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে ডেকে নিয়ে নগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
সানি রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখির ছেলে। তাদের বাড়ি মহানগরীর গোরহাঙ্গা রেলগেট এলাকায়। সানি এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সোমবার নগরীর দড়িখরবোনা, ১৩ ও ১৫ নং এলাকাবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে হত্যাকারীদের ফাঁসির দাবি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এখনও। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর