মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর নগরীর কাদিরগঞ্জ দড়িখরবোনা এলাকায় ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে বিশেষ সেনা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃতদের মধ্যে রয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল আলম অনিন্দ্য।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল মেকানাইজড টিম শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে শনিবার (১৬ আগস্ট) দুপুর দুইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। এ সময় অনিন্দ্যের সঙ্গে তার সহযোগী রবিন ও ফয়সালকেও আটক করা হয়। আটক অনিন্দ্য নগরীর ডক্টর ইংলিশ কোচিং সেন্টারের মালিক। তিনি এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলা এবং ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার আসামি ছিলেন।

অভিযান থেকে উদ্ধারকৃত সামগ্রী রাজশাহী সেনা ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে— তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ ছয়টি দেশীয় অস্ত্র বিদেশি সাতটি ধারালো ডেগার পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট সামরিক মানের জিপিএস একটি টিজার গান দেশি–বিদেশি বিভিন্ন কার্টিজ বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড বোমা তৈরির বিস্ফোরক দেশি–বিদেশি মদ ছয়টি কম্পিউটার সেট নগদ ৭ হাজার ৪৪৫ টাকা ১১টি নাইট্রোজেন কার্টিজ পরে উদ্ধারকৃত নাইট্রোজেন কার্টিজগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট নিস্ক্রিয় করে।
পুকুরেও তল্লাশি অভিযান অভিযানের ধারাবাহিকতায় শনিবার (১৬ আগস্ট) দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডক্টর ইংলিশ কোচিং সেন্টারের পাশের একটি মসজিদসংলগ্ন পুকুরে অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু করে। এর আগে যৌথবাহিনী কোচিং সেন্টার থেকে দেশি–বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও মদ উদ্ধার করে। নগরীতে চাঞ্চল্য এই অভিযান ও অবৈধ অস্ত্র–বিস্ফোরক উদ্ধারের ঘটনায় রাজশাহী নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান-পরবর্তী সময়েও এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর