রাজশাহী জেলা প্রতিনিধি......................................................
রাজশাহী বিভাগের আরইবি’র এলাকায় চলমান সেচ মৌসুম ও গ্রীষ্মকালের বিদ্যুৎ পরিস্থিতি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৫ এপ্রিল) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) মো. হাসান মারুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড রাজশাহী জোনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী সুজন সাহা, বগুড়া জোনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী অরুপ কুমার বিশ্বাস, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আমজাদ হোসেন, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায়, ডিজিএম (সদর-কারিগরি) প্রকৌশলী এমএ সাঈদসহ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায়- বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় গত এক বছরে লোডের চাহিদা ও প্রাপ্তির তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সমস্যা ও সমাধান তুলে ধরা হয়। এছাড়াও সমস্যা সমাধানের লক্ষ্যে বছরে গ্রীষ্মকালীন ও শীতকালীন লোডের চাহিদা ও প্রাপ্তির ভিত্তিতে দুই দফা মেজারমেন্টপূর্বক বন্টন রেশিও পুনঃনির্ধারণ করার আহবান জানানো হয়। এ
সময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বছরে গ্রীষ্মকালীন ও শীতকালীন লোডের চাহিদা ও প্রাপ্তির ভিত্তিতে দুই দফা মেজারমেন্টপূর্বক বণ্টন রেশিও পুনঃনির্ধারণ করাসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর