# নাজিম হাসান......................
রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলামের ওপর হামলার ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) স্টোরকিপার পুলিশের হাতে গ্রেফতার হওয়া মো. জীবন ও গাড়িচালক আব্দুস সবুররের জমিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার দুপুরে তাদেরকে আদালতে তোলা হয়। এসময় তাদের আইনজীবি আসাদুল ইসলাম জামিনের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ বিচারক ফয়সাল তারেক।
এর আগে রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজপাড়া থানা পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বরেন্দ্র বহুমখি উন্নয়ন কর্তৃপক্ষের রেস্ট হাউজ থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতার জীবন মামলার এজাহারভুক্ত ২ নম্বর এবং সবুর ৭ নম্বর আসামি। বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নিশ্চিত করেন।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলাম। ওইদিন রাতেই বিএমডিএ-র নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদসহ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর