নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চাঁন সওদাগরকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শনিবার গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সওদাগরসহ তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।
রাজশাহী জেলার পবা উপজেলার নওদাবিল গ্রামের বাসিন্দা চিহ্নিত অপরাধী মোঃ চাঁন সওদাগরের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁন সওদাগরের বাবার আবু রউফ মিস্ত্রি। সওদাগর দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলো। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলা গুলোর মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা আইন, দন্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইনসহ গুরুতর অপরাধ মামলা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর