মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করা গোপালগঞ্জের মোকসুদপুর থানাধীন কেন্দুয়া মোড়ে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গত ২৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার ভোর আনুমানিক ৩টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কে কেন্দুয়া মোড় এলাকায় দুর্বৃত্তরা পিকআপ ভ্যানের গতিপথে গাছ ফেলে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটায়।
এ ঘটনায় মোকসুদপুর থানায় ডাকাতি মামলা (নম্বর–৩৪, তারিখ: ২৫/০৫/২০২৫) দায়ের হয়। ঘটনার রহস্য উদঘাটনে র্যাব ৫ রাজশাহী দ্রুত ছায়া তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বিভিন্ন এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে র্যাব ১০ ফরিদপুর ও র্যাব ৫ রাজশাহী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্য — মোঃ সুমন মোল্লা (২৭) ইমারত হোসেন (৪৮) কে গতকাল (১৬ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের বোয়ালমারী থানাধীন বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গোপালগঞ্জের আলোচিত ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে তাদের গোপালগঞ্জের মোকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব- ৫ রাজশাহী জানায়, আন্তজেলা ডাকাত দলের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং দেশের যেকোনো স্থানে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের তৎপরতা অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর