মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। আজ সোমবার সকাল ১০টায় রাজশাহী র্যাব-৫ এর সদরদপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ র্যাব-৫ এর কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা এবং সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে তারা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা র্যাবের কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণে তাদের কৌশল এবং স্থানীয় সমস্যা সমাধানে র্যাবের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। পরিচালক তাদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। তিনি আরও জানান, র্যাব-৫ জঙ্গিবাদ, মাদক, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে সর্বদা সক্রিয় রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, র্যাব-৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভা শেষে সাংবাদিকরা র্যাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এই মতবিনিময় সভা র্যাব ও সাংবাদিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর