নাজিম হাসান,রাজশাহী........
সর্বজনীন রেশন কার্ডের মাধ্যমে সরকার যদি সাধারণ মানুষকে নায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে তাহলে বাজারে অসাধু ব্যবসায়ীদের বাজার সিন্ডিকেট ভেঙে যাবে। ব্যবসায়ীরাও নায্যমূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য হবেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর একটি হোটেলে (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে খাদ্য অধিকার মানবাধিকার শীর্ষক নামের এক সভার আয়োজন করে বেসরকারি সংস্থা বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কখানির সদস্যরা। এসময় সভায় চাল-ডাল-ভোজ্যতেল-চিনি-পেঁয়াজ-ডিম-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী খাদ্যমূল্যের দাম কমানো এবং সব মানুষের জন্য সর্বজনীন রেশন কার্ড চালু করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহŸান জানান তারা।
সভায় বক্তারা বলেন,গ্রামও শহরে নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম লাগামহীন উর্ধ্বগতির ফলে নিম্ন বিত্তসহ মধ্যবিত্তের জীবনে নাভিশ্বস উঠেছে।খাদ্যের অধিকার মানে নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করতে হবে। সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যপণ্য মজুদ করে। কিন্তু এই খাদ্য কতটা নিরাপদে মজুদ হচ্ছে সেটাও দেখতে হবে।
তারা বলেন, একটা মাফিয়া চক্র পরিকল্পিতভাবেই খাদ্যকে অনিরাপদ করে তোলে। এতে মানুষ রোগাক্রান্ত হয়। চিকিৎসা ব্যয় বাড়ে। এসব ক্ষেত্রে নজরদারি বৃদ্ধি করার জন্য বক্তারা সরকারের প্রতি আহŸান জানান।
বাংলাদেশ মহিলা সংস্থার রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আব্দুল আলীম, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজশাহীর সভাপতি ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, রুলফাও পরিচালক আফজাল হোসেন, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, মহিলা পরিষদের জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর