মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার মোস্তাসেরুল আলম অনিন্দ্য ও তার দুই সহযোগী রবিন ও ফয়সালের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। এসময় পুলিশ তাদের প্রত্যেকের সাতদিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক মামুনুর রশিদ তিন আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার দিবাগত রাতে নগরের বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এসআই রেজাউল করিম। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার পুলিশ পরিদর্শক মোতালেব হোসেনকে।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে অভিযান চালায়। অভিযানে অনিন্দ্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, টিজার গান, অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি-বিদেশি মদ ও নাইট্রোজেন কার্টিজ।
প্রসঙ্গত, ২০১৬ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা এবং একই বছরের জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে অনিন্দ্যকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি মামলা থেকে রেহাই পান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর