মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী নগরীর সাহেববাজার বড়কুঠি মাস্টার পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে মোঃ মুরাদ শেখ ওরফে 'ককটেল মুরাদ'। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রবিবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযান শেষে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ও অস্ত্র রাখার দায়ে মুরাদ শেখকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, মুরাদ শেখ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও এলাকায় অস্থিরতা সৃষ্টির মতো অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত অপরাধী।
বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক এই অভিযান প্রমাণ করে, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় আনতে রাষ্ট্রের শক্তি অপ্রতিরোধ্য।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর