নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: প্রতিবারের মতো সারা দেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পর্যটন দিবস উদ্যাপিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট চত্বরে পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। উদ্বোধন শেষে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন মোটেল গিয়ে শেষ হয়।
এ বছরের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো টেকসই উন্নয়নে পর্যটন। বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণলয় প্রতি বছরের ন্যয় এ দিবসটি বাংলাদেশে আড়ম্বরপূর্ণভাবে পালন করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন বহুমূখী কর্মসূচী পালন করছে। এরপর পর্যটন মোটেল হলরুমে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী পর্যটন মোটেলের ব্যবস্থাপক মো. মোতাহার হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর