প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ২:২৯ পি.এম
রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : “Prospects and Contemporary Challenges of Mobile Financing Service in Bangladesh” শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ সকাল ১০টা থেকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ লিমিটেড, সহযোগিতায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কর্মশালায়।
সভাপতিত্ব করেন এম মাহাবুব আলম, পিপিএম, অতিরিক্ত আইজিপি (অব.) ও চীফ স্ট্রাটেজিক রিলেশনস্ অ্যান্ড এলইএ অপারেশন অফিসার, নগদ লিমিটেড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী। ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহী কর্মশালায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা, প্রযুক্তিগত উন্নয়ন, নিরাপত্তা চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, নগদ অর্থ লেনদেনের বিকল্প হিসেবে মোবাইল ফাইন্যান্সিং এখন বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তবে একইসাথে এর নিরাপত্তা ঝুঁকি ও অপব্যবহার রোধে আইন-শৃঙ্খলা বাহিনী এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উক্ত কর্মশালায় রাজশাহী রেঞ্জ ও আরএমপি-র বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর