# নাজিম হাসান...............................
রাজশাহীর তানোরের বাধাঁইড় ইউনিয়নের (ইউপি) বাঁধাইড় গ্রামের একটি নিরহ কৃষক পরিবারকে সাজানো মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বাঁধাইড় গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মামলাবাজ মনিরুল ইসলাম সাজানো মামলা দিয়ে ওই অসহায় কৃষক পরিবারকে হয়রানি করছে। এই ঘটনায় গ্রামবাসির মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসি মামলাবাজ মনিরুল ইসলামের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছে।
এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার বাঁধাইড় গ্রামের হারুন রশিদের পুত্র সিরাজুল ইসলামের কাছে থেকে ১৯ দশমিক ১৪ শতক জমি কিনেছেন একই গ্রামের ইদ্রিস আলীর পুত্র হাসেম আলী। বিগত ২০২১ সালে তানোর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে দলিল সম্পাদন করা হয় যাহার দলিল নম্বর ৪৬৯১/২০২১। তফসিল মৌজা-বাঁধাইড়, দাগ নম্বর-১৮৫ শ্রেণী ধানী পরিমাণ ১৯ দশমিক ১৪ শতক।
এদিক, সিরাজুল ইসলামের পুত্র মামলাবাজ মনিরুল ইসলাম আদালতে মামলা করেছেন। মামলার বিবরণে বলা হয়েছে তার পিতা সিরাজুল ইসলাম মানুষিক ভারসাম্যহীন হওয়ায় তার কাছে থেকে ফাঁকি দিয়ে হাসেম আলী উক্ত জমি দলিল রেজিষ্ট্র করে নিয়েছেন। কিন্ত্ত আদালত মনিরুলের করা মামলা খারিজ করে দিয়েছেন। এবার তিনি কৃষক হাসেম আলীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেছেন,তবে হাসেম আলী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, ফের তার বিরুদ্ধে মনিরুল সাজানো মামলা করেছে।
এবিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, এক আদালত মামরা খারিজ করেছে তো কি তিনি তো আপিল করেছেন। তিনি বলেন, হাসেম জমি না ছাড়লে বা টাকা না দিলে তার বিরুদ্ধে মামলা চলবেই। এবিষয়ে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, মনিরুল মামলা দিয়ে অসাহায় কৃষক পরিবারকে যেভাবে হয়রানি করছে সেটা সত্যিই অমানবিক।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর