নাজিম হাসান, রাজশাহী........................................
রাজশাহীতে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত৷ সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজশাহী দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম হাফিজুল ইসলাম (৪০)। তিনি বাঘা উপজেলার হনুফা চাইপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এন্তাজুল হক বাবু। তিনি বলেন, ২০১৭ সালের এপ্রিল মাসের চার তারিখে ৬০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয় হাফিজুল ইসলাম। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরপর তার বিচার শুরু হয়। স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এই রায় প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর