1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
সিংড়ায় মাদরাসা দারুস সুন্নাহ বার্ষিক পুরস্কার বিতরণ সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়  রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতি  অনুষ্ঠান  উপ-সম্পাদকীয়ঃ সীমান্ত হত্যা আর কত ! মোহনপুরে বাজার বণিক সমিতির সাথে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও সূধী সমাবেশ রূপসায় খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত অনিয়মঃ তানোরে সার বিতরণে অনিয়ম ও পাচার রোধে হট্টগোল মারপিট গাইবান্ধা সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা মামলায় ,  গ্রেপ্তারী ওয়ারেন্ট বাঘায় নারী ফুটবল দলের প্রীতি ম্যাচে হাজারো দর্শক পরমাণু বোমা ইরানের হাতের নাগালে

রাজশাহীতে মহিলা কাউন্সিলর কাপ জুনিয়র ও ইন্টারমিডিয়েট বক্সিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………….

রাজশাহীতে মডার্ন বক্সিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ও ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলির পৃষ্ঠপোষকতায় ‘মহিলা কাউন্সিলর কাপ জুনিয়র ও ইন্টারমিডিয়েট বক্সিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মডার্ণ বক্সিং ক্লাব, রানার্স আপ দল সুফিয়ান চিশতি বক্সিং ক্লাব (এসসিবি)। টুর্নামেন্টে ৪টি ক্লাবের ১৩৪ বক্সার অংশগ্রহণ করে।

 

বালিকা গ্রæপে (২৫-৩৫)কেজি ওজন শ্রেণিতে নওরিন জান্নাত স্বর্ণ ও লামিয়া রৌপ্য পদক অর্জন করে। বালিকা (৩৬-৪৫)কেজি ওজন শ্রেণিতে সুরভি আক্তার প্রিয়া স্বর্ণ ও উর্মি রৌপ্য, বালিকা (৪৬-৬০)কেজি ওজন শ্রেণিতে রিয়া স্বর্ণ ও মাইশা আফরিন রৌপ্য।

অপরদিকে বালক গ্রæপে (১৬)কেজি ওজন শ্রেণিতে ইয়াসিন আরাফাত, মোঃ সাফি রৌপ্য, (২২.৫)কেজি ওজন শ্রেণিতে মোঃ তামিম স্বর্ণ, মোঃ গোলাম রব্বানী রৌপ্য, (২৫)কেজি ওজন শ্রেণিতে মোঃ বর্ণ, মোঃ পিয়াস, (২৯)কেজিতে মোঃ মাসুম স্বর্ণ, মোঃ রিফাত ইসলাম রৌপ্য, ৩২ কেজি ওজন শ্রেণিতে কবির মাহমুদ স্বর্ণ, মোঃ রিফাত ইসলাম রৌপ্য, ৩৫ কেজিতে মোঃ সিয়াম স্বর্ণ, মোঃ সাব্বির রৌপ্য, ৩৮.৫ কেজিতে কামরুল হাসান স্বর্ণ ও নাজমুস সাকিব রৌপ্য, ৪২ কেজিতে রোহান তালুকদার স্বর্ণ, রনি রৌপ্য, ৪৫ কেজিতে শফিকুল হাসান রবিন স্বর্ণ, আরাফাত হোসেন রাজ রৌপ্য, ৪৮ কেজিতে মেহেদী হাসান মিম স্বর্ণ, সারোয়ার জাহান সাকিব রৌপ্য, ৫১ কেজিতে আরাফাত হোসেন, আমিনুল হোসেন রৌপ্য, ৫৪ কেজিতে মোঃ শিমুল স্বর্ণ, মোঃ রিয়াজ আহমেদ রৌপ্য, ৫৭ কেজিতে অরন্য হোসেন আবির স্বর্ণ ও মোঃ নিশান রৌপ্য, ৭৫ কেজিতে আবির আলী স্বর্ণ রাফিউল ইসলাম রৌপ্য পদক অর্জন করে।

 

প্রতিযোগিতায় মডার্ণ বক্সিং ক্লাব, এসসিবি, মতিন স্মৃতি বক্সিং ক্লাব ও রাজশাহী বক্সিং ক্লাব অংশ নেয়। বালক জুনিয়র গ্রæপে বেস্ট বক্সার মোঃ শফিকুল হাসান রবিন, ইন্টারমিডিয়েট গ্রæপে মোঃ অরণ্য হোসেন আবির, বালিকা গ্রæপে বেস্ট বক্সার সুরভী আক্তার প্রিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

রাসিকের ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলির পৃষ্ঠপোষকতায় সভাপতিত্বে অনুষ্ঠানে রাসিকের ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিক, শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ শফিকুর রহমান, আলহাজ¦ শাজাহান মোল্লা, আলহাজ¦ মোশাররফ, মোঃ রফিক, মোঃ সেকেন্দার মোল্লা, মডার্ণ বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আজম মাসুদ, ইব্রাহিম হায়দার উপস্থিত ছিলেন।

 

খেলায় চীফ জুরি আলতাফ হোসেন, রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় রেফারি রকিবুল হক তুহিন, খায়রুল ইসলাম, নাইমুল হুদা সুমন, শহিদুল আজম নিঠু, কৃতি বক্সার জনি, আরিফ, সজিব, রাকিবুর, মোঃ আলী, জামিল, টিপু সুলতান, সাকিল, শাহিনুর প্রমূখ। এর আগে অতিথিবৃন্দ উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট