নাজিম হাসান,রাজশাহী..................................................
উন্নয়নের ভ্যাট নীতি,ভ্যাট দিয়ে গড়ব জাতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে গতকাল শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার সময় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সম্মেলন কক্ষে সেমিনার, আলোচনা সভা ও সর্বোচ্চ মূল্য সংযোজন করদাতাদের সম্মাননা প্রদান করা হয়।
এসময় উৎপাদন, সেবা ও ব্যবসায়ীসহ তিনটি খাতে ২০২০-২১ অর্থবছরের রাজশাহী জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী রাজশাহী ভ্যাট কমিশনারেটের অধীন থাকা ১৮টি প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কাস্টামস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার ইসমাইল হোসেন সিরাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনাল ঢাকার প্রেসিডেন্ট ড. খন্দকার ফেরদৌস আলম। তিনি বক্তব্যে বলেন, গিয়ে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. খন্দকার মো. ফেরদৌস আলম বলেন, নিয়মিত ভ্যাট দিলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। আর প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে ভ্যাট দিচ্ছেন। অথচ অনেক ব্যবসায়ী আছেন তারা এ বিষয়ে সচেতন নন। আবার অনেকে জেনেও না জানার ভান করেন। তাই সবাইকে পণ্য কেনার সময়ই অবশ্যই রশিদ নেওয়ার পরামর্শ দেন।
সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপাস্থপন করেন রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত কমিশনার এস,এম, সোহেল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার নূরুজ্জামান খান ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এ বছর উৎপাদন সেবা ও ব্যবসায়ীসহ তিনটি খাতে ২০২০-২০২১ অর্থ বছরের জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী রাজশাহী ভ্যাট কমিশনারেটের অধিন আঠারোটি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর