প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২২, ১০:৩৮ এ.এম
রাজশাহীতে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক...............................
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের পাশের একটি বাড়ি থেকে বাক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় গলিত লাশটি উদ্ধার করে। তার নাম আলফাজ উদ্দিন (৮০)। তিনি বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি শেখের চক ২২৬ নং হোল্ডিং নাম্বারের নিজ বাসার চারতলায় বসবাস করতেন। নিহত আলফাজ উদ্দিন রাজশাহীর প্রয়াত সাংবাদিক মাহাতাব উদ্দিনের ভাই। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। মাঝে মধ্যে তার ছেলেরা এসে দেখে যেতেন। নিজেই রান্না করে খেতেন তিনি।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম জানান, বাড়ির ভেতর থেকে ছিটকানি লাগানো ছিল। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে এনে তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে। লাশটি বাড়ির টয়লেটের দরজার পাশে পড়ে ছিল। পরে সেটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে আলফাজ মারা গিয়ে থাকতে পারে।#
আরজা/০২
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর