নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার সময় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বাস্থ্য সেবা বিভাগের (প্রকল্প বাস্তবায়ন অধিশাখা) যুগ্মসচিব মোহাম্মদ সফিউল আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু সুফিয়ান, সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর