নাজিম হাসান..........................................................
রাজশাহী মহানগরীতে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দ্ব›দ্ব দুই পক্ষের মারামারির পর বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১২ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে রাজপাড়া থানার নতুন বিলশিমলার বন্ধ গেট এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। ওই এলাকার আবদুল কুদ্দুসের বাড়িতে হামলার সময় রিফাত ও রায়হান নামে দুইজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় লিখিত এজাহার দিয়েছেন লাবনী বেগম। তিনি নতুন বিলসিমলা বন্ধগেট এলাকার আবদুল কুদ্দুসের স্ত্রী। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাগেছে, লাবনী বেগমের দুই ছেলে এহসান রায়হান (২০) ও হোসাইন রিফাত (২২) গত রাতে বাড়ির বাইরে খেলা দেখতে যায়। পূর্ব শত্রতার জের ধরে একই এলাকার মাসেমের ছেলে মিলন গিয়ে তাদের ধাক্কা মারে। এ ঘটনাকে কন্দ্রে করে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে এহসান ও রিফাতের ওপর মিলন ও তার সহযোগীরা হামলা করে। এ সময় তারা প্রাণ বাঁচাতে দৌড়ে নিজেদের বাড়িতে চলে আসেন। তখন হামলাকারীরাও চাকু, রামদা, হাসুয়া, লোহার পাইপসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে ঢুকে পড়ে। তারা জানালা ও গেট ভাঙচুর শুরু করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে রাজপাড়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী পরিবার আজ এই ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছে। প্রাথমিক তদন্ত শেষে এটি মামালা হিসেবে গ্রহণ করা হবে। এছাড়া আসামিদেরকে দ্রæত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর