মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে বিচারকের পরিবারের ওপর নৃ/শং/স হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীরা। সোমবার সকালে আদালত চত্বরে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক আইনজীবী অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। বক্তারা এই বর্বরোচিত হ/ত্যা/কা/ণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের বক্তব্যে উঠে আসে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষার বিষয়গুলো।
মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম মানববন্ধনে বলেন, বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া আরও কঠিন হয়ে পড়বে। তিনি ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পাশাপাশি দোষীর সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান।
উল্লেখ্য, ১৩ নভেম্বর রাতে রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের ডাবতলা এলাকার বাসায় ঢুকে তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তওসিফ রহমান (১৫)-কে ছু/রি/কা/ঘা/তে হ/ত্যা করেন লিমন মিয়া (৩৪)। একই হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি (৪৪) গুরুতর আহত হন। লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলাইমান শহিদের ছেলে বলে জানা গেছে। ঘটনার পরদিন ১৪ নভেম্বর বিচারক নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। সেদিনই নিহত তওসিফকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই নির্মম ঘটনার পর পুরো রাজশাহীর আইন অঙ্গনে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। আইনজীবীরা জানান, বিচার বিভাগের সদস্যদের নিরাপত্তায় রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর