মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে দৃষ্টিকটূ এক হত্যাকাণ্ড ঘটেছে। মহানগরীর ডাবতলা এলাকায় নিজ বাড়িতে ঢুকে তাওসিফ রহমান সুমন (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাওসিফ রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের পুত্র। এই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ঘটনার সঙ্গে জড়িত এক হামলাকারী আহত অবস্থায় আটক রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।
এদিকে ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা ও ক্রাইম সিন ইউনিট কাজ শুরু করেছে। তদন্তকারীরা হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর