প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৭:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৫, ২:৪১ পি.এম
রাজশাহীতে বিএনপি নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

মোঃ মমিনুল ইসলাম মুন,বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থিত নেতা-কর্মী এবং সাধারণ জনগণ। শুক্রবার দুপুরে উপজেলার নন্দনপুর বাজারে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আ.লীগের দোসর নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম শিক্ষা প্রতিষ্ঠানটিকে আ.লীগের কার্যালয় বানিয়ে ছিলেন। শিক্ষার পরিবর্তে সেখানে প্রতিদিন চলতো আ.লীগের মিছিল মিটিং আর বিএনপি নিধনের পরিকল্পনা। তবে ৫ আগষ্ট এর পরে স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়নি এরই জের ধরে বিএনপির ত্যাগি নেতা জুম্মাকে বহিষ্কার করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ। অবিলম্বে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

তাদের দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারী দেন তারা। এ বিষয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বহিস্কৃত বিএনপি নেতা আনারুল ইসলাম জুম্মা বলেন, আমাকে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কার করা হয়াছে যা খুবই দু:খ জনক। আ.লীগের দোসরদের পূর্নবাসন করতে আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যার কোন ভিত্তি নেই। এ জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি ।
উল্লেখ, গত ১১জুন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিএনপির এই নেতাকে আজীবন বহিষ্কার করে রাজশাহী জেলা বিএনপি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর