মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভা করায় রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপুসহ পাঁচ নেতাকে শোকজ করেছে জেলা আহ্বায়ক কমিটি। শনিবার রাতে জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত নোটিশে পাঁচ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।
শোকজে উল্লেখ করা হয়, অনুমতি ছাড়া সভা আয়োজন সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সামিল। জবাব সন্তোষজনক না হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু বলেন, “রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। তাই বর্তমান কমিটির প্যাডে আমাদের শোকজ করার সুযোগ নেই।”
অন্যদিকে, শনিবার দুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেনসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় রাজশাহীর বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় বিএনপির নেতাকর্মীরা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিচ্ছেন। এতে দলীয় কোন্দল আরও তীব্র হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর