# নিজস্ব প্রতিবেদক.....................
রাজশাহী: ছিনতাই করার 8৮ ঘন্টার মধ্যেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ। গত শুক্রবার (২০ মে) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষকের স্ত্রীর ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় আব্দুল ওয়াদুদ বুলবুল নামের এই দুর্বৃত্ত। ব্যাগে দামি মোবাইল ও টাকা পয়সা ছিল।
আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এর সহযোগিতায় শনিবার (২১ মে) রাতে নওদাপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুলবুল পপুলার হেলথ কেয়ার কোম্পানির প্রতিনিধি। তার পিতার নাম প্রকৌশলী আব্দুল হামিদ। তাদের চারতলা বাড়ি রয়েছে। এত কিছু থাকার পরও কেবলমাত্র নেশার টাকা যোগাড় করতে ছিনতাইয়ের পথ বেছে নেয় বুলবুল বলে স্বীকার করে পুলিশের কাছে।
দুই হাজার টাকা দামের দুই বোতল ফেনসিডিল ও আড়াইশো টাকা দামের ৪ টি ইয়াবা প্রতিদিন তার নেশার জন্য লাগতো। আগেও কয়েকবার ছিনতাই করেছে সে। ছিনতাই কাজটি বুলবুল একাই করতো।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর