নিজস্ব প্রতিবেদক...................................................
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বর্ণাঢ়্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর সকল সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে রাজশাহী কলেজে জড়ো হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর র্যালি নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে মিলিত হন শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীদের ব্যান্ড পার্টির ছন্দে মুখর হয় চারপাশ।
প্রথমবারের মত দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শিক্ষক দিবস পালনে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষকরা, প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তরের শিক্ষকদের নিয়ে আলোচনার মাধ্যমে তাদের ন্যূনতম সমস্যাগুলো মূল্যায়নেরর দাবি জানান। বলেন, সত্যিকার অর্থে শিক্ষকদের হাত ধরে শিক্ষাব্যবস্থার রূপান্তর হচ্ছে না।
সবকিছু আমলাতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। যেকারণে শিক্ষকদের জুতার মালা পরতে হয়; লাঞ্ছিত, অপমানিত হতে হয়। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি লাভে যথাযথ মর্যাদার দাবি করেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর