জিয়াউল কবীর স্বপন...........................
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমিতে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
এদিকে বেলা ১১টায় রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় থাকা স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে মহানগর আওয়ামীলীগ। একই সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা ও দোয়া মাহফিল। এছাড়াও সিটি করপোরেশনের পক্ষ থেকে শেখ কামালের স্মৃতিচারণ করে এক মিনিট নীরবতা পালন শেষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার আত্তার মাগফেরাত কামনা করেতে স্থানীয় অধিকারীকরা। মসজিদে মসজিদে চিঠি করে দুয়া করতে বলায় দুয়াও করা হয়েছে বলে জানা গেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর