প্রেস বিজ্ঞপ্তি, ২ নভেম্বর ২০২২………………………………
রাজশাহীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র মহোদয় বলেন, শিশুদের শারীরিক, মানসিক বিকাশের লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এ আয়োজন। তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এ ধরণের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। খেলোয়াড় তৈরীর লক্ষ্যে এ ধরণের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমুল পর্যায়ে ফুটবল আয়োজনের উদ্যোগের ফলেই সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বাংলাদেশ। তৃণমুল পর্যায়ে এ সকল প্রতিভাবান খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা করলে সাফের ন্যায় আগামীতে আরও সাফল্যের ধারা অব্যাহত রাখবে।
মেয়র আরো বলেন, রাজশাহী শুধু পরিচ্ছন্ন সবুজ নগরী নয়, ক্রীড়াক্ষেত্রে রয়েছে রাজশাহী এগিয়ে। খেলোয়াড় তৈরিতে বিকেএসপি শুধু নয় রাজশাহীতে বাংলাট্রাক ক্রিকেট একাডেমী, ক্লেমন ক্রিকেট একাডেমী, পদ্মা নদীর ধারে জাহানারা জামান মিনি স্টেডিয়ামে ফুটবল একাডেমী গড়ে তোলা হয়েছে। যেখান থেকে আগামীতে আরও খেলোয়াড় তৈরী হবে। পরে রাসিক মেয়র মহোদয় চ্যাম্পিয়ন ও রানার দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ কে আর নওকৈড সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার আপ চাপাইনবাবগঞ্জ মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছে পাবনা জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। সর্বোচ্চ গোলদাতা পাবনার রাউফুল ইসলাম রাজিব, সেরা খেলোয়াড় সিরাজগঞ্জের ফরহাদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে চ্যাম্পিয়ন পাবনা হাঁড়িয়াকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার আপ সিরাজগঞ্জের ধামাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় স্থানে বগুড়ার উজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় গাবতলী। সর্বোচ্চ গোলদাতা পাবনার সুরাইয়া খাতুন। সেরা খেলোয়াড় পাবনার মিতু খাতুন।
প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপপরিচালক শেখ মোঃ রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জিয়াউল হক।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস রাজশাহীর আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জয়া মারিয়া পেরেরা, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক আয়েশা বেগম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোমিন, গোফরান হালিম, থানা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। #