মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : দীর্ঘ ২২ বছর বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল পুনর্জীবিত করে মাত্র ছয় মাসে ২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। শনিবার (২ আগস্ট) রাজশাহীর সপুরায় নবপ্রতিষ্ঠিত বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
‘দুই হাজার কর্মসংস্থান উদযাপন, লক্ষ্য ১২ হাজার’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “একটি দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাকে স্বল্প সময়ে সচল করে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু একটি কারখানা নয়, এটি একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের সূচনা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বিটিএমসি’র ম্যানেজার মুরুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
আহসান খান চৌধুরী বলেন, “আমরা বিশ্বাস করি, এখন আর চাকরির জন্য ঢাকামুখী হওয়ার সময় নয়। শিল্পই পৌঁছে যাবে প্রত্যন্ত অঞ্চলে। রাজশাহীতে আমরা শ্রমঘন শিল্প গড়ে তুলছি, যা স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।” তিনি আরও জানান, কারখানাটি হবে একটি সাসটেইনেবল ‘গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক’। এখানে উৎপাদিত সকল পণ্য রপ্তানিমুখী হবে। পাশাপাশি নারী কর্মীদের জন্য টেলিমার্কেটিংসহ নতুন কর্মক্ষেত্রও তৈরি করা হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের (বিটিএমসি) সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) চুক্তির মাধ্যমে রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালুর উদ্যোগ নেয় প্রাণ-আরএফএল। একই বছরের ডিসেম্বরেই পরিত্যক্ত মিলের শেড সংস্কার করে ব্যাগ ও জুতা উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। শিল্পের প্রসারে এ উদ্যোগকে ‘মাইলফলক’ হিসেবে বিবেচনা করছেন স্থানীয় বাসিন্দা ও বিশ্লেষকরা।#