নাজিম হাসান, রাজশাহী .......................................................
রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে এক সাথে পৃথক ১০টি মামলার রায় ঘোষণা করেছেন আদালত। আজ সোমবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে, সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।
মামলাগুলো রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার। এর মধ্যে সরকারি ব্যাংক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, ইমো হ্যাকিং চক্রসহ ১০টি মামলার রায় ঘোষণা করা হয়। রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনাল আদালত প্রতিষ্ঠার পর প্রথম এতগুলো মামলার রায় ঘোষণা করা হয়। এবিষয়ে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা রায়ের বিষয়টির নিশ্চিত করে বলেন,২০১৮ সাল থেকে ২০২১ করোনাকালীন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় এসএসসিসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিভিন্ন থানায় মামলা হয়। এসময় ইমো হ্যাকিংসহ নানা অপরাধে ৯ টি পৃথক মামলার রায় দিয়েছে রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালত। তার মধ্যে একটি মামলা খালাস। বাকী ৮ মামলায় সর্বোচ্চ ৭ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৯ জনকে কারাদÐ দিয়েছে আদালত
এবং একজনকে খালাস দেন আদালত।
সাজাপ্রাপ্ত ৯ জনের মধ্যে একজন পলাতক রয়েছেন। সাইবার ট্রাইব্যুনালের পিপি বলেন, সাজাপ্রাপ্ত আসামিরা শিক্ষিত তরুণ। তারা মেধাকে সুপথে ব্যবহার না করে প্রশ্নপত্র ফাঁসের মতো জঘন্য কাজে ব্যবহার করেছেন। এতে করে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই রায়ের মধ্য দিয়ে আদালত দৃষ্টান্ত স্থাপন করল। এর আগে গত বছরের মার্চে বিভাগীয় শহর গুলোতে সাইবার ট্রাইব্যুনাল যাত্রা শুরু করে। ওই বছরের ১৪ সেপ্টেম্বর তথ্য-প্রযুক্তি অপরাধ আইনে বিচারক জিয়াউর রহমান প্রথম রায় ঘোষণা করলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর