নাজিম হাসান................................
রাজশাহীতে পৃথক পৃথক ভাবে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটার মধ্যে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম সালমান হোসেন (১২) ও আক্তার হোসেন (৬৫)।নিহত স্কুলছাত্র সালমান হোসেন গতকাাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাাহীর দুর্গাপুর পৌরসভার শ্যামপুর রাস্তায় বাই সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কিছু দুরে যেতে দেবিপুর মহাবিদ্যালয়ের সামনে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সালমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে খবর দেয়। এবং ঘাতক ট্রাক্টরটি আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যায়।
তবে দুর্গাপুর থানার (ওসি )নাজমুল হক জানান, দেবিপুর গ্রামে সড়ক দূর্ঘটনায় একজন শিশু মারা গেছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এছাড়া স্কুলছাত্রের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। তবে নিহতের পরিবারের লোকজন অভিযোগ করলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
এদিকে, পুঠিয়া উপজেলায় মালবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন নিহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বেলা আড়াইটার দিকে সেনভাগ এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এবিষয়ে জানতে চাইলে রাজশাহীর পবা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন। তার পুরো পরিচয় এখনো জানতে পারেনি। তবে তার বাড়ি নাটোর জেলায় গরব বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছেন।
তিনি আরও বলেন, মালবাহী একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। আর নাটোরের দিক থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। পুঠিয়ার সেনভাগ এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহত আক্তার হোসেন লেগুনার যাত্রী ছিলেন। এব্যাপারে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর