বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে যুবককে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় এজাহারনামীয় পঞ্চম আসামি বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। যৌথ অভিযানে র্যাব-৫ রাজশাহী ও র্যাব-১০ ফরিদপুর তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পিতা রফিকুল ইসলাম একজন কৃষক। গত ১৭ ডিসেম্বর ২০২৫ রাতে মসজিদের মাইকে জমিতে জোরপূর্বক পুকুর খননের ঘোষণা শুনে তিনি ও তার ছেলে আহমেদ জুবায়ের ঘটনাস্থলে যান। মোহনপুর থানাধীন পালশা পূর্ব বিলে গিয়ে তারা দেখতে পান কয়েকজন ব্যক্তি ভেকু মেশিন দিয়ে তাদের জমিসহ আশপাশের জমিতে পুকুর খনন করছে। কারণ জানতে চাইলে অভিযুক্তরা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। একপর্যায়ে পুকুর খননে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ভেকু মেশিনের মাধ্যমে ভিকটিমকে টেনে চাকার সামনে ফেলে তার শরীরের ওপর দিয়ে মেশিন চালিয়ে দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মোহনপুর থানায় সাতজনকে নামীয় ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধি ৩০২, ১১৪, ১০৯ ও ৩৪ ধারায় রুজু হয়। ঘটনার পরপরই র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২০২৬ সালের ১ জানুয়ারি রাত ১২টা ১০ মিনিটে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ওয়াপদা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পঞ্চম আসামি বিপ্লব হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রাজশাহীর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর