মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) ওয়ারেস আলী (৪৫)। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, এসআই ওয়ারেস আলী নিজের নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলিটি বের হয়ে তার ডান পায়ের হাঁটুর ওপরে আঘাত হানে। এ সময় সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং অবস্থাও মোটামুটি স্থিতিশীল।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, “এসআই ওয়ারেস আলী নিজেই পিস্তল পরিষ্কার করছিলেন। অসাবধানতাবশত গুলি ছুটে গিয়ে তিনি আহত হন। বর্তমানে তিনি রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর