ক্যাপশন: নগরীর মোল্লাপাড়ায় পাহাড়িয়া পল্লী এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন।
মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় পাহাড়িয়া সম্প্রদায়ের কয়েকটি পরিবারকে ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আদিবাসীদের স্বার্থরক্ষায় কর্মরত প্রতিনিধিরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাহাড়িয়া পল্লী এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে দাবি করা হয়, ৫৩ বছর ধরে পাহাড়িয়া সম্প্রদায় এই পল্লীতে বংশপরিক্রমায় বসবাস করে আসছে। বর্তমানে সেখানে ২০টি পরিবার বসবাস করে। হঠাৎ করে কিছু ভূমিদস্যু দাবি করছে এই জমি তাদের। এটি পাহাড়ি সম্প্রদায়কে উচ্ছেদের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ভূমিদস্যুরা যে দলিল দেখাচ্ছে, তা ভুয়া। এদিকে, কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী জানান, বিষয়টি জানার সাথে সাথে সেখানে পুলিশ গেছে এবং তাদেরকে আশ্বস্থ করা হয়েছে। কেউ তাদেরকে উচ্ছেদ করতে পারবে না।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর