নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে চাকরিতে দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে মহানগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা শিক্ষার্থীরা। গতকাল শনিবার (৫ জুলাই) বেলা ১২টার সময় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগর ভবনের সামনে যান। এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে দুই পাশে যান চলাচল ব্যাহত হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, এতদিন দশম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিলো। হঠাৎ রুয়েটের শিক্ষার্থীরা সেটি নিজেদের অধিকার দাবি করে আন্দোলনে নেমেছেন। এমনকি স¤প্রতি প্রকাশিত রুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তিতে এর প্রতিফলন ঘটিয়েছে। কেন তারা তাদের পদ নিচু স্তরে আনতে চান সেটি কেউ বুঝতে পারছে না। এটি করা হলে ডিপ্লোমা প্রকৌশলীর অধিকার ক্ষুণ্ন হবে।
বক্তারা আরও বলেন, গত বৃহস্পতিবার রুয়েট শিক্ষার্থীরা তিনদফা দাবি জানিয়ে সমাবেশ করেছেন। এই তিন দফা অযৌক্তিক। তারা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের কটুক্তি না করার আহবান জানান। তা না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীরা।
কর্মসূচিতে বিভিন্ন দপ্তরে উপসহকারী ও সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী প্রমুখ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর