প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৩:৫১ পি.এম
রাজশাহীতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী আটক

মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী সরকারি মহিলা কলেজে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না, যিনি পিয়া নামে পরিচিত, আটক হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, পিয়া রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং রাজশাহী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। পুলিশ জানায়, ডিগ্রি পরীক্ষার জন্য কলেজে আসার পর পাশের সিটের এক পরীক্ষার্থী তাকে চিনতে পারেন। এরপর সাধারণ ছাত্রীরা বিষয়টি জানালে ছাত্রদলের সদস্যরা মিলে পরীক্ষা হলে জমায়েত হন। পরীক্ষার শেষে, সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে এবং গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
সাবিনা ইয়াসমিন বলেন, আটক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে একটি বিষ্ফোরক মামলা রয়েছে এবং তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলায় এজহারনামীয় মামলার আসামি। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে আদালতে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর