জেলা প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে জয় হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার ১১ মে) দুপুরে রাজশাহীর হাইটেক পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া জয় নগরের আলীগঞ্জ এলাকার বাহাদুর আলীর ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানায়, দুপুরে হাইটেক পার্ক এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে জয় ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে জয়কে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার হাসপাতালের মরদেহ মর্গে রাখা হয়।
রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রানা আহমেদ জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর