নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে চলমান ফ্লাইওভার নির্মাণ কাজ নগরবাসীর জন্য আশীর্বাদ নয়, বরং ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ৩৪৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য পাঁচটি ফ্লাইওভার তিন বছরেও শেষ হয়নি। প্রতিটির ৪০-৫০ শতাংশ কাজ শেষ হলেও ধীরগতির কারণে ভোগান্তি চরমে উঠেছে।
নির্মাণকাজ চলায় অনেক সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। বিকল্প সরু পথে যানবাহন চলাচল করায় প্রতিদিন নগরজুড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। এতে সাধারণ মানুষ ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণে। এছাড়া চলমান ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কাজের কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। নির্মাণ সামগ্রী যেমন বালু, ইট, পাথর ও লোহার রড রাস্তায় ছড়িয়ে থাকার কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, নির্মাণকাজে নিরাপত্তা বিধি প্রায় অমান্য করা হচ্ছে। হঠাৎ ভারী যন্ত্রপাতি চালানো, হাতুড়ি বা মেশিন ব্যবহার করার সময় আশপাশের যাত্রীদের কোনো সতর্কবার্তা দেওয়া হয় না। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।
রাসিক সূত্র জানায়, ২০২১ সালে এসব ফ্লাইওভারের চুক্তি হয় এবং এক বছর পর কাজ শুরু হয়। হড়গ্রাম নতুনপাড়া, কোর্ট স্টেশন, রেলগেট, ভদ্রা এবং বর্ণালী-বিলসিমলা এলাকায় এসব ফ্লাইওভার নির্মিত হচ্ছে। দৈর্ঘ্যে ৪০০ মিটার থেকে ১২৫৫ মিটার পর্যন্ত এসব ফ্লাইওভার রাজশাহী সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।
মজিদ অ্যান্ড সন্সের প্রকল্প ব্যবস্থাপক সারোয়ার জাহান বলেন, আমরা তিনটি ফ্লাইওভার নির্মাণ করছি, ৫০ শতাংশ কাজ শেষ হলেও বিল পেয়েছি মাত্র ২০ শতাংশের। প্রায় ২০ কোটি টাকার বিল আটকে আছে। নগরভবনের গাফিলতির কারণে সময়মতো বিল ছাড় হচ্ছে না। এভাবে চলতে থাকলে কাজ বন্ধ করা ছাড়া উপায় থাকবে না।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর