নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকালে নগরীর নানকিং দরবার হলে এই প্রতিযোগিতার আয়োজন করে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক। এসময় বক্তব্য রাখেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এহেসানুল হুদা দুলু, সদস্য আব্দুল আওয়াল খাঁন চৌধুরী প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর