1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
জুলাই-আগষ্ট শহিদদের আত্নার মাগফেরাত-আহতদের সুস্থতায় বাঘায় দোয়া মাহফিল তানোরে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬ রাজশাহীতে ‘পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার, সংলাপের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান  বইপড়ায় কৃতিত্বের পুরস্কার পেল রাজশাহীর ২হা: ৩শ’ ৩ শিক্ষার্থী গোদাগাড়ীতে পরিবেশ দূষণ রোধে মোবাইল কোর্ট : পোল্ট্রি ফার্ম ও পরিবহন প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের জরিমানা ও কারাদণ্ড প্রদান নিহত জামায়াত নেতা মাওঃ আবু সাঈদের লাশ রিসিভ করল ইসলামী আন্দোলন মোহাম্মাদ রূপসায় কেপিএল ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্যামনগরে গণসংহতি আন্দোলনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাঘার চরাঞ্চল ঃ গভীর রাতে নৌকায় এসে চার বাড়িতে ডাকাতি, তিন দিন আগে তালা ভেঙে পাঁচ দোকানে চুরি

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী :
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স¤প্রতি সীমান্তে পুশব্যাকের ঘটনা বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা প্রতিবাদ জানিয়েছি। ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি, বাংলাদেশিদের প্রোপার চ্যানেলের মাধ্যমে আমাদের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য।

মঙ্গলবার সকাল ১০ টার সময় রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে নবীন রিক্রুট ১৪তম ব্যাচের ডেপুটি জেলা ও ৬২তম ব্যাচের কারারক্ষী ও মহিলা কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথাা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্ট বলেন,সীমান্তে কোনও সুরক্ষা ঘাটতি নেই। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের বাহিনী সম্পূর্ণ সক্ষম ও প্রস্তুত। আরও বলেন, দেশে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের প্রবণতা বাড়ার বিষয়টি অতিরঞ্জিত করে প্রতিবেদন করলে প্রতিবেশী দেশ তাতে সুবিধা নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান শিথিল হয়নি; অভিযান অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। এবং দেশের কারাগুলোকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তবর্তীকালিন সরকারের সংস্কার কর্মসূচীর অংশ হিসেবে কারাগারকে কারেকশন সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। বর্তমান অন্তবর্তীকালিন সরকার কারা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানের করতে কাজ করছে। বন্দিদের নিরাপদ করতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, সরকার কারারক্ষিদের সাহসিকতার স্বীকৃতি স্বরুপ জেল গ্রেডের প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যা অতি শিঘ্রই বাস্তবায়ন করা হবে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনে বিভিন্ন সংস্থার নেয় অবসরকালিন কারা সদস্যদের আজীবন রেশন প্রদানের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

অনুষ্ঠানে ১৮ জন নবীন ডেপুটি জেলার ও ৫০৮ জন কারারক্ষীর প্রশিক্ষণ সমাপ্তির স্বীকৃতি প্রদান করা হয়।

উল্লখ্যে,দুদিনের সরকারি সফরে সোমবার বিকেলে রাজশাহী পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানটি ছিল তাঁর সফরের অন্যতম প্রধান কর্মসূচি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট