মোহনপুর প্রতিনিধি..........................................................................
উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে নিরসনে জেলা পর্যায়ে যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ নভেম্বর ২০২৩) রাজশাহীর নিউ গোল্ডেন শেফ হোটেলের সম্মেলন কক্ষে কর্মশালাটির আয়োজন করা হয়।
নেটজ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয় গোলাম মাহবুব। কর্মশালাটির উদ্বোধন ও পরিচয় পর্বের পরে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাসকো ফাউন্ডেশনের এলাকা সমন্বয়কারী জনাব রুহুল আমিন। সেখানে এলাকার সমস্যা নিয়ে একটি স্লাইড উপস্থাপণ করা হয়। সেখানে দেখা যায় রাজশাহী জেলায় বাল্য বিয়ের প্রবণতা অনেক বেশী পাশাপাশি মাদকের একটি ভয়াবহ চিত্র। তৃণমূলের প্রান্তিক পর্যায়ের জনগণও কর্মশালায় তাদের সমস্যাগুলো তুলে ধরেন।
জেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, বাল্য বিয়ে এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই প্রকল্প একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনারা যারা আছেন তারা থেকে যাবেন। তাই আমি মনে করি প্রকল্প শেষ হয়ে গেলেও আপনারা যারা তৈরী হচ্ছেন তারা এই কাজগুলো চালিয়ে যাবেন এবং আরো বেশী মানুষকে উদ্ধুদ্ধ করবেন।
কর্মশালায় নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে কিছু সুপারিশ উপস্থাপন করা হয়। এই সুপারিশসমূহ প্রস্তাব করেন যুক্ত প্রকল্পের স্টুডেন্ট ফোরাম ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ। যৌথ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সদস্য ও ডাসকো ফাউন্ডেশনের কর্মীগণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর