মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোট ৬০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে এসব মোবাইল ফোন তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহীর আটটি থানায় ফোন হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীরা। এরপর পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে ৬০টি মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে ছিল ভিভো ১৩টি, স্যামসাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ১০টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, টেকনো ৪টি, ওপ্পো ৬টি, ওয়ালটন ১টি, সিম্ফনি ১টি, জি-ডি-এল ১টি, মটোরোলা ১টি, নাথিং ১টি এবং গুগল পিক্সেল ১টি। এছাড়া বিকাশের মাধ্যমে হারানো ১১ হাজার টাকাও উদ্ধার করে মালিককে ফেরত দেওয়া হয়।
পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, মানুষের হারানো সম্পদ ফেরত দিতে পারা সবসময়ই পুলিশের জন্য আনন্দের। এই সাফল্য ভবিষ্যতে আরো বড় পরিসরে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন।
তারা বলেন, রাজশাহী জেলা পুলিশের এ উদ্যোগ জনসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও পুলিশ জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করবে বলে তাদের বিশ্বাস। তারা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর