মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে অভিনব কায়দায় জুতার ভেতরে লুকিয়ে হেরোইন পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। সোমবার (২৫ আগস্ট) রাতে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিশু হেমরম (৩৮)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট চাত্রাপুকুর নুন্দাপুর গ্রামের মৃত জগেন হেমরমের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকায় একজন মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশির সময় পায়ে থাকা নতুন জুতার সেলাইকৃত সোলের ভেতর থেকে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশু হেমরম স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলা ও রাজধানী ঢাকায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর