নাজিম হাসান..............................................................
ইউক্রেন যুদ্ধ চলাকালে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। এই সময়ে কয়লা ভিত্তিক প্রকল্পের দিকে আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশসহ বিভিন্ন দেশ। জাপান ইতোমধ্যে কয়লা নির্ভর প্রকল্প থেকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে সহায়তা প্রত্যাহার করে নিয়েছে।
১৪ থেকে ১৬ অক্টোবর নিউয়র্কে বিশ^ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় জীবাশ্ব জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে পরিবেশ বান্ধব প্রকল্পে বিনিয়োগ প্রস্তাব গ্রহণ এবং এই নোংরা কোম্পানিগুলো যাতে জাতিসংঘের মঞ্চে না থাকে এবং তারা যেন তাদের জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে এই দাবিতে গতকাল শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী নগরীর অলকার মোড়ে এক মনববন্ধনের আয়োজন করা হয়।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন পরিবর্তন ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রæপ অন এক্সটার্নাল ডেব্ট- বিডাবøæজিইডি এর যৌথ উদ্যোগে আয়েজিত মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের জন্য একমাত্র আবাশস্থল পৃথিবী বাঁচাতে কার্বন নিস্বরন বন্ধে জলবায়ু সন্মেলনে সিদ্ধান্ত নেয়া হয়। তার পরেও বাংলাদেশসহ বিভিন্ন দেশ কয়লা ভিত্তিক বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানের বিরুদ্ধে দেশে বিদেশে প্রতিবাদ হয়েছে। ভারতের আদানি গ্রæপ গড্ডাসহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করছে। ঝাড়খন্ডে স্থাপিত কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। তারা এ বিদ্যুৎ বাংলাদেশে রফতানি করবে।
কয়লা ব্যবসায়ী গৌতম আদানি এখন বিশে^র তৃতীয় সর্বোচ্চ ধনীতে পরিনত হয়েছেন এই কয়লা দানব। উক্ত মানববন্ধনে বক্তারা এ বিষয়ে নাগরিক সমাজকে আরো সোচ্চার হওয়ার আহবান জানান। এসময় বক্তব্য রাখেন, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, রুলফাও পরিচালক আফজাল হোসেন এবং অগ্নি প্রকল্পের জেলা সমন্বয়কারি হাসিবুল হাসান প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর